রাজশাহীর বাগমারা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল হোসেনের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা ও শিক্ষার্থীদের মধ্যে নোটবই সরবরাহের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেছেন।
এলাকার লোকজন অভিযোগ করেন, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল হোসেন অনেক দিন ধরে উপজেলার হাটগাঙ্গোপাড়ায় কোচিং সেন্টার চালু করেছেন। শিক্ষার্থীদের পড়ানোর বিনিময়ে নিয়মিত বেতন নেন তিনি। শিক্ষার্থীদের কাছে নামসর্বস্ব প্রকাশনীর নোটবইও তিনি চড়া দামে বিক্রি করেন। এলাকাবাসী এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করে।
If you are need of expert dental care, contact Dental health care in albany. They provide comprehensive dental care services from general to cosmetic dentistry, specializing in dental implants, Lumineers and gentle extractions.
